Terms & Conditions

 
      • কুইজ খেলি তে একজন প্লেয়ার একের অধিক সিম / মোবাইল নম্বর দিয়ে খেলতে পারবেন না কনটেস্ট চলাকালীন | যদি কোনো প্লেয়ার একের অধিক সিম / মোবাইল নম্বর দিয়ে খেলে তবে ওই প্লেয়ার কে বিজয়ী (Winner) হতে ডিসকোয়ালিফাই করা হবে
 
      • প্রত্যেক কনটেস্ট এ প্রতিদিন সর্বনিন্ম ১০টি প্রশ্ন থাকবে | আপনার হাতে থাকবে সর্বমোট ১০ মিনিট সময়। এর মাঝে আপনি যদি সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার খেলা কমপ্লিট হবে। কনটেস্ট কমপ্লিট করতে হলে প্লেয়ার কে অবশ্যই ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে | ১০টি প্রশ্নের উত্তর না দিলে তার স্কোর - স্কোর বোর্ড এ দেখানো হবে না |
 
      • কুইজ খেলি খেলার জন্য শুধুমাত্র মোবাইল ফোন গ্রহণ যোগ্য | কুইজ খেলি খেলার জন্য ডেস্কটপ / ল্যাপটপ গ্রহণ যোগ্য নয় | যদি কোনো প্লেয়ার কে ডেস্কটপ / ল্যাপটপ হতে খেলতে পাওয়া যাই তবে তাকে ডিসকোয়ালিফাই করা হবে
 
      • কুইজ খেলা চলাকালীন সময়ে যদি রিফ্রেশ করেন, ব্যাক করেন, অথবা হোম পেজে যান মোবাইল ব্রাউজার থেকে তাহলে তিনি খেলা চালিয়ে যাবার সূযোগ পাবেন না।
 
      • বিজয়ীকে বিজ্ঞাপনের ২৪ ঘন্টার মধ্যে পুরস্কার দাবি করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় বিবরণ প্রদান করতে হবে। বিজয়ী যাচাই করার জন্য এনআইডি / পাসপোর্ট কপি এবং সিম রেজিস্ট্রেশন কাগজ প্রয়োজন সাবমিট করতে হবে
 
      • বিজয়ী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ফেইসবুক পেজ এ কমেন্ট করে নিজের ফেইসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে । ফেইসবুক পেজে যেতে চাইলে ক্লিক করুন -https://www.facebook.com/Quiz-Kheli
 
     • যদি কোনো প্লেয়ারকে প্রতিদিন চার্জ না করা যায়, তবে তাকে উইনার থেকে ডিসকোয়ালিফাই করা হবে।
 
 
      • সাবস্ক্রিপশন চার্জ (15% ভ্যাট):
     • দৈনিক + (ভ্যাট + এসডি ও এসসি) / অটো-রিনিউয়াল
 
      • অ্যাক্টিভেশন পদ্ধতি :
     • টাইপ START QK to 16561
 
      • ডিএক্টিভেশন পদ্ধতি:
     • টাইপ STOP QK to 16561

• হেল্পলাইন :: 8801761489908 (9am-5pm)
• সাপোর্ট মেইল : support@aurkotech.com
 

FAQ Help